Happy Merry Christmas Wishes In Bengali | সেরা বড়দিনের শুভেচ্ছা বার্তা

Happy Merry Christmas Wishes In Bengali
Happy Merry Christmas Wishes In Bengali

Merry Christmas Wishes In Bengali 2023 – সে যাই হোক, প্রিয়জন, বন্ধুদের কিভাবে বড়দিনের শুভেচছা জানাবেন ভেবেছেন কি ? চিন্তা নেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি সেরা কিছু Happy Merry Christmas Wishes in Bengali এর শুভেচ্ছাবার্তা ও মেসেজ যা আপনি চাইলে নিজের Facebook, What’s app status এ দিয়ে বন্ধুদের শুভেচ্ছা জানাতেই পারেন তো, চলুন দেরি না করে শুরু করা যাক.

Happy Merry Christmas Quotes In Bengali

Merry Christmas Quotes In Bengali
Merry Christmas Quotes In Bengali

সেই মহাপুরুষের জন্মদিনে এসো
আমরা সবাই মেতে উঠি আনন্দে
শুভ বড়দিন!!


আমার তরফ থেকে সকলকে
বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা
ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি!!


Merry Christmas
বিশ্বপিতা তুমি হে প্রভু,
আমাদের প্রার্থনা এই শুধু,
তােমারি করুণা হতে বঞ্চিত না হই কভু!!


Merry Christmas wishes quotes in Bengali

 Merry Christmas Text In Bengali Quotes
Merry Christmas Text In Bengali Quotes

আমার ঠিকানাটা জানো নিশ্চই
বড়দিনের কেকটা পাঠিয়ে দিও তাহলে
শুভ বড়দিন!!


ক্রিসমাস হলো এমন
একটা যাদুর কাঠি
যার পরশে পৃথিবীর সকল
মানুষকে ছুয়ে যায়
আর দেখায় সুখ
সান্তি ও সমৃদ্ধির পথ


আমাদের কষ্টের ও পাপের হাত থেকে রক্ষা করতে
ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট আবির্ভূত হন ধরাধামে
তার জন্মতিথি বড়দিন হিসেবে আমরা পালন করি
শুভ বড়দিন!!


Happy Merry Christmas Wishes In Bengali

Merry Christmas Wishes In Bengali
Christmas Wishes In Bengali

আশা করি তোমার ক্রিসমাসটা ভীষণ ভালো কাটবে
পরিবারের সবাইকে খুশী রেখো
মেরি ক্রিসমাস!!


শুভ বড়দিন
এই বড়দিনটি তােমার জীবনে
নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা
তুমি ও তােমার পরিবার
সদা যেন সুখে থাকো!!


আজ বড়দিন উপলক্ষ্যে কামনা করি তোমার মনে যেন কখনও
কোনো খারাপ চিন্তা না আসে
ঈশ্বর যেন সর্বদা তোমার উপর সদয় থাকেন
শুভ বড়দিন!!


শুভ মেরি ক্রিসমাস স্পেশাল
শুভ মেরি ক্রিসমাস স্পেশাল

প্রত্যাশা করি সুন্দর একটি দিনের
যে দিনটা শুধু তোমার হবে
প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের
যেটা তোমার কথাই বলবে


অনেক অনেক ভালবাসা আর খুশিতে ভরে উঠুক তোমার জীবন
বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে
তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে
শুভ বড়দিন!!


আশা রাখি আজকের সুন্দর মুহূর্ত ,আনন্দ
আগামীদিনের সোনালী স্মৃতি তৈরী করবে
বড়দিনে আসুক অনেক খুশি ,ভালবাসা
মেরি ক্রিসমাস!!


Happy Merry Christmas Wishes in English

Merry Christmas Wishes In Bengali for Friend’s

Merry Christmas Wishes In Bengali for Friend's
Christmas Wishes In Bengali for Friend’s

বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় বা
শুধু একটা সম্পর্ক নয়
এটা একটা নীরব প্রতিশ্রুতি
আমি ছিলাম আমি আছি ও আমি থাকবো!!


মনে রাখবেন, একটা ভালাে বন্ধু সেই হয়
যে তােমার জীবনে ভালাে সময় নিয়ে আসে!!


যদি তুমি নিজের সাথেই
বন্ধুত্ব করে নেও
তাহলে তুমি কখনোই
একলা অনুভব করবে না!!


Merry Christmas for Friend's In Bengali
Merry Christmas for Friend’s In Bengali

একটা ভাল গান ৫ মিনিটের জন্য
একটা ভাল ছবি ৩ ঘন্টার জন্য
একটা ভাল কলেজ ২ বছরের জন্য আর
একটা ভাল বন্ধু সারা জীবনের জন্য!!


গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল
তেমনি বন্ধু একটি বিশেষ জাতের মানুষ


যেকোনো সম্পর্কের মধ্যেই
বন্ধুত্ব গড়ে উঠতে পারে
কিন্তুু বন্ধুত্বে উপর আর কোনো
সম্পর্ক গড়ে উঠতে পারে না!!


Merry Christmas Wishes in Hindi

Merry Christmas Greetings In Bengali

Merry Christmas Greetings In Bengali
Merry Christmas Greetings In Bengali

এই বড়দিনে আরও কাছাকাছি আসব আমরা
আরও রঙিন হবে আমাদের জীবন
মেরি ক্রিসমাস!!


এই বড়দিনটি তোমার
জীবনে নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা
তুমি যেন তোমার পরিবার
নিয়ে সদা যেন সুখে থাকো
শুভ বড়দিন!!


শুভ বড়দিন
আমার তরফ থেকে
তােমাকে ও তােমার পরিবারের
সকলকে ২৫-শে ডিসেম্বর
শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো!!


Happy Merry Christmas Wishes Greetings In Bengali
Happy Merry Christmas Wishes Greetings In Bengali

বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
এই বড়দিন যেন তোমায় পৃথিবীর সব খুশী এনে দেয়!!


সকলকে জানাই
বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা
ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি
Merry Christmas


আমাকে তোমার একটা
ছবি পাঠাও তো
কারণ আমি Santa Claus-কে
বোঝাতে পারছি না
যে আমি এই বড়দিনে
তাঁর থেকে কি উপহার চাই
শুভ বড়দিন!!


Merry Christmas Wishes In Bengali for Husband

Merry Christmas Wishes In Bengali for Husband
Merry Christmas Wishes In Bengali for Husband

গাছের জীবন লতা পাতা
মাছের জীবন পানি
ছেলের জীবন টাকা পয়সা
মেয়ের জীবন স্বামী
শুভ বড়দিন!!


এই বুকেতে লিখেছি যে
শুধু তোমার নাম।
স্বপ্ন তুমি, সাধনা তুমি
তুমি আমার প্রান
শুভ বড়দিন!!


তােমার ভালােবাসার বাঁধনে
বাধা আমার মন।
আমার হৃদয়ে লেখা
শুধু তােমারই নাম
শুভ বড়দিন!!


Merry Christmas In Bengali for Husband
Merry Christmas for Husband In Bengali

চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত
সুর্য কে ভালবাসি দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি সুবাস পর্যন্ত
কিন্তু তোমাকে ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত
শুভ বড়দিন!!


একটা আকাশ বাতাসের জন্য
একটা সাগর নদীর জন্য
একটা ফুল ভোমরার জন্য
আর আমি শুধু তোমার জন্য
শুভ বড়দিন!!


জানিনা ভালোবাসার আলাদা
আলাদা নিয়ম আছে কিনা
তবে আমি কোন নিয়মে তোমাকে
ভালবেসেছি তাও জানিনা
শুধু এইটুকু জানি আমি তোমাকে
অনেক অনেক ভালোবাসি
শুভ বড়দিন!!


Merry Christmas Wishes for Husband In Bengali
Merry Christmas Wishes for Husband In Bengali

যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!!


চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও
ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি
তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে
না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না!!


কতটা ভালবাসি জানি না
তবে রাতে ঘুমানাের আগে
এবং সকালে ঘুম থেকে ওঠার
পর, তাের কথাই মনে পড়ে!!


Merry Christmas Wishes In Bengali for Wife

Merry Christmas Wishes In Bengali for Wife
Merry Christmas Wishes In Bengali for Wife

শত ব্যস্ততার মাঝেও
যাকে Miss করতে ভুলি
না সেটা তুমি!!


চাহনি তােমার মিষ্টি বড়াে
ওগাে শ্যামলী সুন্দরী।
দেখলে তােমায় মন যে
জুড়ায় আহা মরি মরি!!


এতো ভালোবাসা পেয়েছি
তোমার কাছ থেকে
দুষ্টু এই মন চায় আরো
বেশী পেতে, কি জানি
তোমার মধ্যে কি আছে
এই মন চায় তোমাকে
আরো বেশী কাছে পেতে!!


 Christmas Wishes for Wife In Bengali
Christmas Wishes for Wife In Bengali

হৃদয় ভালবাসা ছাড়া শূন্য
মাথা জ্ঞান ছাড়া শূন্য
চোখ স্বপ্ন ছাড়া শূন্য
আর তুমি ছাড়া জীবন শূন্য
শুভ বড়দিন!!


চাঁদ চাই পৃথিবী,
শিশু চাই খেলনা
আমি চাই তোমাকে
কেন তুমি বোঝনা
শুভ বড়দিন!!


তােমাকে ঠিক ততটাই
ভালবেসেছি যতটা
ভালােবাসলে একজীবনে
আর নতুন করে কাউকে
ভালােবাসার আগ্রহ জন্মাবে না
শুভ বড়দিন!!


Merry Christmas Wishes In Bengali For Girlfriend

Merry Christmas Wishes In Bengali For Girlfriend
Merry Christmas Wishes Image for Girlfriend In Bengali

তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই,
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই,
শুভ বড়দিন!!


যখন আমি বলি, আমি তোমাকে ভালোবাসি,
তখন তা আমি অভ্যাসের বশে বলি না,
তখন আমি তোমাকে মনে করিয়ে দিই,
যে তুমিই আমার জীবন,
শুভ বড়দিন!!


দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ,
কিন্তু একটি সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া,
শুভ বড়দিন!!


Christmas Wishes for Girlfriend In Bengali
Christmas Wishes for Girlfriend In Bengali

একটি ছোট্ট আশা ভালোবাসার
জন্ম দেওয়ার জন্য যথেষ্ট
শুভ বড়দিন!!


যতক্ষণ পর্যন্ত না ভালোবাসায় পাগলামো মেশে
ততক্ষন ভালোবাসা গভীর হয় না
শুভ বড়দিন!!


যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেকে
একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না Love You
শুভ বড়দিন!!


Happy Merry Christmas Wishes In Bengali For Boyfriend

Merry Christmas Wishes for Boyfriend In Bengali
Merry Christmas Wishes for Boyfriend In Bengali

না কারো মন চাই, না কারো জীবন চাই,
আমাকে বোঝার জন্য, শুধু একজন সঙ্গী চাই,
শুভ বড়দিন!!


তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে
শুভ বড়দিন!!


মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে
শুভ বড়দিন!!


Merry Christmas Text for Boyfriend In Bengali
Merry Christmas Text for Boyfriend In Bengali

সূর্যালোক ছাড়া ফুল যেমন ফোটে না
ঠিক তেমন ভালোবাসা ছাড়া জীবন কাটে না
শুভ বড়দিন!!


আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে
s আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে
শুভ বড়দিন!!


প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না
শুভ বড়দিন!!


Merry Christmas Wishes for Father In Bengali

Merry Christmas Wishes for Father In Bengali
Merry Christmas Wishes for Father In Bengali

তুমি আমাকে সর্বদা নিঃশর্ত ভালবাসা অনুভব করতে
তুমি আমার জীবনে আশীর্বাদের মতো
শুভ বড়দিন!!


প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না


প্রিয় বাবা, আমাকে উত্সাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ
যে আমি বিশ্বের সেরা বাবা খুঁজে পেয়েছি!
শুভ বড়দিন বাবা!!


Christmas Wishes for Father In Bengali
Christmas Wishes for Father In Bengali

তুমি আমাকে জীবনে এগিয়ে যেতে শিখিয়েছ
এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে শেখানো
আপনাকে এর জন্য অনেক ধন্যবাদ বাবা
শুভ বড়দিন বাবা!!


আমার জীবনে ভাল বন্ধু হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
আপনার ভালবাসা এবং যত্নের সাথে আপনি আমাকে সর্বদা বিশেষ বোধ করেছেন
শুভ বড়দিন বাবা!!


আমি আপনার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি
আপনি সর্বদা খুশি হতে পারেন কারণ আপনি এটি প্রাপ্য
শুভ বড়দিন বাবা!!


Merry Christmas Wishes In Bengali for Mother

Merry Christmas Wishes In Bengali for Mother
Merry Christmas Wishes In Bengali for Mother

কতটা ভালোবাসি জানি না,
তবে বাড়ি ফিরে সবার আগে তোমাকেই খুঁজি মা
শুভ বড়দিন !!


সে কোনো ডাক্তার নয়,
কিন্তু সে আমার সব অসুখের ওষুধ,
সে কোনো পরামর্শদাতা নয়,
কিন্তু সে আমার প্রতিটি অশ্রু
বিন্দুর কারণ জানে,
সে গায়িকা নয়,
কিন্তু সে শুধু আমার জন্য গান গায়,
সে কোনো পরী নয়, সে আমার মা,
শুভ বড়দিন মা !!


তাঁর সাথে কঠোর কন্ঠে কথা বলোনা
যে তোমাকে কথা বলা শিখিয়েছে
শুভ বড়দিন মা !!


Merry Christmas Greeting In Bengali for Mother
Merry Christmas Greeting In Bengali for Mother

মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার,
ভালো থাকুক পৃথিবীর সকল মা,
শুভ বড়দিন মা !!


মা মানে কি,
সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়,
জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা মা,
শুভ বড়দিন মা !!


মা কখনো বলেন না যে
আমাকে সবসময় খুশিতে রাখবে,
মা বলেন তুমি সবসময় খুশি থাকো,
তাই মা ওপরে কেউ হয় না
শুভ বড়দিন মা !!


Merry Christmas Funny Jokes In Bengali

Merry Christmas Funny wishes In Bengali
Merry Christmas Funny wishes In Bengali

বিশ্বাস তাে সে দিনই চলে গেছে,
যেদিন দেখলাম,
মশা মারার কয়েলের ওপর,
মশা বসে আছে,
শুভ বড়দিন!!


বাবা:-তাের ফোনের লক টা খুলে দে তাে
আমি:- Fingerprint টা ভুলে গেছি
শুভ বড়দিন!!


মা:- পাশের বাড়ির ছেলে-মেয়ে
গুলােকে দ্যাখ,
ওদের দেখেও কিছু শেখ,
আমি:- ওরা আমাকে দ্যাখে?
আমি কেনাে ওদের দেখতে যাবাে,
Flying চপ্পল Coming to Me
শুভ বড়দিন!!


Christmas Funny Jokes In Bengali
Christmas Funny Jokes In Bengali

আমি খুব শান্ত আর ভদ্র,
শুধু সাক্ষীর অভাবে,
প্রমাণ করতে পারছি না,
শুভ বড়দিন!!


পুলিশ:- আগামীকাল তোর ফাঁসি,
আসামি:- কিন্তু স্যার আমার ফাঁসি তাে আরােও একমাস পরে হওয়ার কথা ছিল,
পুলিশ:- জেলার সাহেব বললাে তুই নাকি ওনার গ্রামের লােক,
তোর কাজটা আগে করে দিতে বললাে,
শুভ বড়দিন!!


কালু:- দাদা একটা নতুন চিরুনি দিন তো,
পুরােনােটার একটা কাঁটা ভেঙে গেছে,
দোকানদার:- একটা কাঁটা ভেঙে গছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন?
ওতেই তো চুল অচড়ে নেওয়া যায়,
কালু:-আরে না দাদা ওটাই চিরুনির শেষ কাঁটা ছিল,
শুভ বড়দিন!!


Leave a Comment