Happy New Year Wishes in Bengali | হ্যাপি নিউ ইয়ার 2024

Happy New Year Wishes in Bengali 2024 – The new year at a close quarters we bring before you some of the outstanding collection of Happy New Year Wishes In Bengali. These new year wishes will not only help you wish your Bengali speaking friends, but also will let you know the language a little. You can give these Happy New Year wishes In Bengali a read and then decide on sending your favorite message to your buddies.

Happy New Year Wishes in Bengali

Happy New Year Wishes in Bebgali
Happy New Year Wishes Message in Bebgali

নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি


Rong Be Rongge Sejeche Jatii
Dak Dholer Chora Chorii
Jiibone Ashuk Notun Priti
Sukhe Ghoro Jiibon Tii
shuvo noboborsho !!


একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
হ্যাপি নিউ ইয়ার!!


नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में
नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में

আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে
!! হ্যাপি নিউ ইয়ার !!


পুরানোকে বিদায় জানিয়ে
নতুনকে বরণ করে
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক
শুভ নববর্ষ!!


Misty alor jhikimiki shobuj ghase ghase
snigdho haway duliye matha fuler koly hashe
Pakhir gaane poribeshe mayabi ek dhoa
dilam tomay notun bochorer choya
HAPPY NEW YEAR 2023!!


Happy New Year Wishes in Bengali
Happy New Year Wishes in Bengali

আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক
শুভ নববর্ষের শুভেচ্ছা!!


একটি বছর আরো কেটে গেলো তোমার অপেক্ষায়
সারা জীবন সাথে থাকবো কথা দিয়েছিলে মনের অন্তরায়
দেখো ডিসেম্বর আবার চলে গেলো মন উদাস করে
নতুন বছর সেজে উঠুক আবার নতুন করে!!


আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন!!


Happy New Year Quotes In English

শুভ নববর্ষের শুভেচ্ছা 2024

শুভ নববর্ষের শুভেচ্ছা
Happy New Year Quotes in Bengali

নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা
পৃথিবীতে ছড়িয়ে দিক
শুধুই ভালোবাসা
!! Happy New Year !!


নতুন বছরের প্রথম দিন হল বার্ষিক ভাল শপথ নেওয়ার সময়: মার্ক টোয়াইন !!


বছর শেষের ঝরা পাতা
বললো উড়ে এসে
একটি বছর পেরিয়ে গেলো
হওয়ার সাথে ভেসে
নতুন বছর আসছে তাকে
যত্ন করে রেখো
স্বপ্ন গুলো সত্যি করে
ভীষণ ভালো থেকো।
Happy New Year


Happy New Year Quotes in Bengali Text
Happy New Year Quotes in Bengali Text

নতুন বছর মানে নতুন আত্মার জন্ম
** জি কে চেস্টারটন **


বন্ধু হও, শত্রু হও
যেখানে যে কেহ রও
ক্ষমা করাে আজকের মতাে
পুরাতন বছরের সাথে
পুরাতন অপরাধ যতাে
শুভ নববর্ষ


গত বছরের কথা মানে গত বছরের ভাষা
নতুন বছর আসছে
নতুন কণ্ঠস্বর শুনবে বলে
টি এস এলিট


Happy New Year Quotes In bengali
Happy New Year Quotes In bengali

কামনা করি নতুন বছরের
আগমনে প্রতিবারের মতন
শুধু ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়
শুভ নববর্ষ


আমরা এমন ভাবে নিউ
ইয়ারকে ওয়েলকাম করি
যা আগে কখনও করিনি
রাইনার মারিয়া রিলকে


বাউল গানের সান্ধ্য তালে
নতুন বছর এসেছে ঘুরে
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে
শুভ নববর্ষ


Happy New Year Quotes in Hindi

বন্ধুদের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা

Happy New Year Wishes For Friends in Bengali
Happy New Year Wishes For Friends in Bengali

বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় বা
শুধু একটা সম্পর্ক নয়
এটা একটা নীরব প্রতিশ্রুতি
আমি ছিলাম আমি আছি ও আমি থাকবো!!


অ্যাডমায়ারের সংখ্যা তো বেড়েই চলেছে। নতুন বছরে শর্ট লিস্ট করে ফেল!!


যদি তুমি নিজের সাথেই
বন্ধুত্ব করে নেও
তাহলে তুমি কখনোই
একলা অনুভব করবে না!!


Happy New Year Wishes For Friends in Bengali
বন্ধুদের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা

একটা ভাল গান ৫ মিনিটের জন্য
একটা ভাল ছবি ৩ ঘন্টার জন্য
একটা ভাল কলেজ ২ বছরের জন্য আর
একটা ভাল বন্ধু সারা জীবনের জন্য!!


নতুন বছরে সবসময় যেন তোমার মন ভরে
থাকে অনেক অনেক আনন্দে
তোমার হাসি অক্ষয় হোক


গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল
তেমনি বন্ধু একটি বিশেষ জাতের মানুষ!!


नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में
नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में

যেকোনো সম্পর্কের মধ্যেই
বন্ধুত্ব গড়ে উঠতে পারে
কিন্তুু বন্ধুত্বে উপর আর কোনো
সম্পর্ক গড়ে উঠতে পারে না!!


পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রা!!


বন্ধুত্ব কখনও হারায় না
হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা!!


Happy New Year Wishes For Husband in Bengali

Happy New Year Wishes For Husband in Bengali
Happy New Year Wishes For Husband in Bengali

চাঁদ কে ভালবাসি রাত পর্যন্ত
সুর্য কে ভালবাসি দিন পর্যন্ত
ফুল কে ভালবাসি সুবাস পর্যন্ত
কিন্তু তোমাকে ভালবাসবো
শেষ নিশ্বাস পর্যন্ত!!


তার কথা বেশি মনে পরে
যার সাথে হৃদয়ের বন্ধন আছে,
অন্য কাউকে ভাবার প্রশ্নই উঠেনা!!


তোমার ভালোবাসা মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর
heart-warming and stinging
উদ্যোগী এবং আশ্চর্যজনক
আর্দ্র এবং হাস্যকর
আনন্দদায়ক এবং মনোরম
গরম এবং সুস্বাদু
মায়াময় এবং শীতল ছোয়ায় ভরপুর
Love you!!


पती के लिए नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में
पती के लिए नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में

তােমায় নিয়েই আমার মনের
মাঝে হাজার চাওয়া-পাওয়া
তােমার বধূ হয়ে আমার
সারাজীবন গান গাওয়া!!


আমি জানি তুমি হাসছ এবং আমাকে ছাড়া তুমি সুখি
কিন্তু আমার হৃদয় আজও
তোমার চুম্বনের জন্য ক্ষুধার্ত
এবং কাদছে তোমাকে জানিয়ে দিতে
আমি এখনো তোমাকে ভালবাসি!!


গাছের জীবন লতা পাতা
মাছের জীবন পানি
ছেলের জীবন টাকা পয়সা
মেয়ের জীবন স্বামী!!


Happy New Year Wishes For Wife in Bengali

Happy New Year Wishes For Wife in Bengali
Happy New Year Wishes For Wife in Bengali

তার কথা বেশি মনে পরে
যার সাথে হৃদয়ের বন্ধন আছে!!


লাল গোলাপের পাপড়ি দিয়ে
লিখবো তোমার নাম হাজার
পাখির সুর দিয়ে গাইবো তোমার
গান তুমি আমার জান তামি আমার
আশা তোমার জন্য রইল আমার
অনেক ভালোবাসা!!


তোমার সুন্দর হাসি
তোমার অসাধারণ ব্যক্তিত্ব
এবং তোমার বন্ধুত্বপূর্ণ প্রকৃতি আমায়
তোমার প্রতি দুর্বল করে দিয়েছি
প্লিজ সারাজীবন এভাবেই তোমার পাশে একটু জায়গা দিও লক্ষীটি!!


पत्नी के लिए नव वर्ष की शुभकामनाऍ
पत्नी के लिए नव वर्ष की शुभकामनाऍ

আমি বৃষ্টি পছন্দ কারণ এটা তোমার আমার ভালোবাসার কথা মনে দেয়
যখন আমরা দুজন পাগলের মত ছুটে শুরু করেছিলাম
আমাদের ভালোবাসার প্রারম্ভ টা!!


চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো
আমিও তেমনি একজনকে ভালবাসি
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা ও সে বোঝেনা!!


মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে
নিতে পারে কিন্তু একটা কষ্ট মেনে নিতে
পারে না। সেটা হলো তার ভালোবাসার
মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে!!


Happy New Year Wishes For Girlfriend in Bengali

Happy New Year Wishes For Girlfriend in Bengali
Happy New Year Wishes For Girlfriend in Bengali

যখন আমি বলি, আমি তোমাকে ভালোবাসি
তখন তা আমি অভ্যাসের বশে বলি না
তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন!!


যতক্ষণ পর্যন্ত না ভালোবাসায় পাগলামো মেশে
ততক্ষন ভালোবাসা গভীর হয় না!!


আমাদের জীবনে যে দৃঢ় এবং স্থায়ী খুশী আছে
তার জন্য ৯০ শতাংশ প্রেম দায়ী!!


Happy New Year wishes in Bengali for girlfriend
Happy New Year wishes in Bengali for girlfriend

দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ
কিন্তু একটি সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া!!


প্রেমে পড়লেই সবাই কবি হয়ে যায়!!


স্বর্গ আমি চাই না
কারণ আমি তোমাকে পেয়েছি
স্বপ্ন আমি দেখতে চাই না
কারণ তুমিই আমার স্বপ্ন!!


Happy New Year wishes for girlfriend in Bengal
Happy New Year wishes for girlfriend in Bengal

যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেক
একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না
I Love You!!


আমরা আদর্শ প্রেম নির্মাণ করার বদলে আদর্শ প্রেমিক খুঁজতে বেশি সময় নষ্ট করি!!


চলো আমরা জীবনের পথটা এক সাথে হেঁটে পার করি। চলার পথে তোমার যা যা
প্রয়োজন হবে আমরা ভাগাভাগি করে নিব!!


Happy New Year Wishes For Boyfriend in Bengali

Happy New Year Wishes For Boyfriend in Bengali
Happy New Year Wishes For Boyfriend in Bengali

উড়ো চিঠি তোমার নামে
পাঠিয়ে দিলাম নীল খামে
ইচ্ছে হলে পড়ে দেখো
পাড়লে একটু মনে রেখো!!


ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ
যতক্ষণ না কোনো স্পেশাল
একজন মানুষ আপনার জীবনে
এসে এটার মানে বুঝিয়ে দেয়!!


আকাশ ভরা লক্ষ তাঁরা মিটিমিটি হাসে
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে!!


Happy New Year Wishes in Bengali For Boyfriend
Happy New Year Wishes in Bengali For Boyfriend

প্রত্যেক মানুষের জীবনে
এমন একজন মানুষ থাকে
যার জায়গা অন্যকেও
কখনো নিতে পারেনা!!


উড়ো মেঘের গায়ে গায়ে
তোর চিঠি থাক লেখা
ইচ্ছেমত নেব পড়ে
থাকব যখন একা!!


যে কথায় কথায় রাগ করে
তার মনে ভালোবাসা ছাড়া
আর কিছুই নাই, কারন রাগের
আঁড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার
গভীরতা যা সবাই বুঝতে পারে না!!


Happy New Year Wishes For Mom & Dad in Bengali


 Happy New Year Wishes For mom & Dad in Bengali
Happy New Year Wishes For mom & Dad in Bengali

পৃথিবীতে সবচেয়ে সুখ হল মায়ের আঁচল দিয়ে চোখের জল মুছা, আর পৃথীবিতে সবচেয়ে
কষ্ট হল মায়ের চোখের জল দেখা!!


বাবা মানে..?
জড় কলম, সাদা পাতায় লিখন
বাবা মানে..?


আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি
দেখতে অনেক কালো হতে পারি
কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান!!


Happy New Year Wishes in Bengali For mom & Dad i
Happy New Year Wishes in Bengali For mom & Dad

একজন বাবা এমন এক ব্যক্তি যিনি তার পুত্রের মতো তার চেয়ে ভাল মানুষ হওয়ার আশা করেন!!


মাকে তুই কষ্ট দিয়ে, করিস নারে ভুল¤ “মা হারালে হারাবি তুই আল্লাহ রাসুল¤ “তুই যতই
পারস, মার যত্ন সেবা কর¤ “মা তখন হবে আপন যখন সবাই হবে পর¤


দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,
কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়!!


नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में मम्मी और पापा के लिए
नव वर्ष की शुभकामनाऍ बेंगाली में मम्मी और पापा के लिए

একজন ভাল বাবা হলেন আমাদের সমাজের অন্যতম অব্যবহিত, অপরিশোধিত, অলক্ষিত, এবং তবুও
অন্যতম মূল্যবান সম্পদ!!


মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না
তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে ক্ষ্ট দিওনা!!


যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে
আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে
সেই যে আমার মা, যার হয়না তুলনা!


Happy New Year Wishes Funny Jokes in Bengali

Happy New Year Wishes Funny Jokes in Bengali
Happy New Year Wishes Funny Jokes in Bengali

জীবনে চলার পথে থামতে নেই
কিন্তু জুতো ছিড়ে গেলে আলাদা ব্যাপার!!


আপনি যে নাম্বারে কল করেছেন সেটি
এখন অন্য কলে ব্যস্ত আছে
অনুগ্রহ করে সন্দেহ করুন!!


“তুমি” জানতে চাও আমার প্রিয় মানুষটি কে?
তাহলে প্রথম শব্দটি আবার পড়!!


Happy New Year Wishes Funny Jokes in Bengali
Happy New Year Wishes Funny Jokes in Bengali

BF: তোমার বাড়িতে আমাকে মানবে তো?
GF: আমার বাড়িতে তো আমাকেই মানে না!!


আগে মানুষ লুকিয়ে রাখতো jewelry
তারপর লুকিয়ে রাখতো salary
আর এখন লুকিয়ে রাখে gallery


সকল ছাত্রছাত্রীদের একটাই বড় আত্মবিশ্বাস
চাপ নেই, অনেক সময় আছে কাল থেকে পড়ব!1


Happy New Year Wishes Funny Jokes
Happy New Year Wishes Funny Jokes

ভাবছি crush কে ১ এপ্রিল এ propose করবো
রাজি হলে ভালো নাহলে এপ্রিলফুল!!


প্রেম না করেও দুঃখের স্টেটাস পোস্ট করা
একটা আর্ট আর আমি তো জন্মগত আর্টসের স্টুডেন্ট!!


আমার যা ভালো লাগে তাই পোস্ট করি
এর মানে এটা নয় যে আমার জীবনে এটা ঘটেছে!!


Leave a Comment